ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এবার ফিফার অন্তর্ভুক্ত সকল উপযুক্ত দেশ ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। এবারের বাছাইপর্বে ২০৯টি ফিফা সদস্য নিয়েছে, যেখানে আয়োজক দেশ হিসেবে রাশিয়া পূর্বেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, যদিও রাশিয়া বাছাইপর্বে অংশ নিয়েছিল। পরবর্তীতে, জিম্বাবুয়ে এবং ইন্দোনেশিয়া তাদের প্রথম ম্যাচ খেলার পূর্বেই বাছাইপর্ব হতে
বাতিল হয়ে যায়, অন্যদিকে, বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হওয়ার পর ২০১৬ সালের ১৩ই মে তারিখে ফিফা সদস্যপদ লাভ করে জিব্রাল্টার এবং কসভো; তারাও ইউরোপীয় বাছাইপর্ব শুরুর পূর্বেই এই প্রতিযোগিতায় যোগদান করে।[১৯] মহাদেশীয় সংঘ অনুযায়ী এই প্রতিযোগিতায় দলের সংখ্যা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১৪ ফিফা বিশ্বকাপের মতোই রয়েছে।দিলি এবং পূর্ব তিমুরের মধ্যকার ম্যাচের মাধ্যমে ২০১৫ সালের ১২ই মার্চ তারিখে ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব যাত্রা শুরু করে, এবং ২০১৫ সালের ২৫ জুলাই , ১৮:০০ এমএসকে (ইউটিসি+৩) সময়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের স্ত্রেলনার কন্সতান্টিনোভস্কি প্রাসাদে প্রধান ড্র অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়া
ইরান
জাপান
সৌদি আরব
দক্ষিণ কোরিয়া
মিশর
মরক্কো
নাইজেরিয়া
সেনেগাল
তিউনিসিয়া
কনকাকাফ
কোস্টা রিকা
মেক্সিকো
পানামা
কনমেবল
আর্জেন্টিনা
ব্রাজিল
কলম্বিয়া
পেরু
উরুগুয়ে
ওএফসি
কেউ যোগ্যতা অর্জন করেনি
উয়েফা
বেলজিয়াম
ক্রোয়েশিয়া
ডেনমার্ক
ইংল্যান্ড
ফ্রান্স
জার্মানি
আইসল্যান্ড
পোল্যান্ড
পর্তুগাল
রাশিয়া (স্বাগতিক)
সার্বিয়া
স্পেন
সুইডেন
সুইজারল্যান্ড
nice
ReplyDelete