![]() |
২০১৮ বিশ্বকাপের মাসকট |
২০১৮ বিশ্বকাপের মাসকট হিসেবে নেকড়ে ‘জাবিভাকা’কে বেছে নিয়েছে আয়োজক দেশ রাশিয়া। গতকাল মস্কোয় মাসকটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এক মাস ধরে চলা ভোটাভুটির পর জাবিভাকাকে বেছে নিল রাশিয়া। ভোটাভুটিতে নেকড়ে পেয়েছে
৫৩ শতাংশ ভোট। দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঘ পেয়েছে ২৭ শতাংশ এবং ২০ শতাংশ ভোট পেয়েছে বিড়াল।
রাশিয়ান ভাষায় জাবিভাকা শব্দের অর্থ— ‘যে গোল করে’। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইটে এ মাসকটকে আকর্ষণীয়, আত্মবিশ্বাসী ও সামাজিক হিসেবে বর্ণনা করা হয়েছে, যে কিনা একজন তারকা ফুটবলার হয়ে উঠতে চায়। মাসকট প্রসঙ্গে রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকো বলেছেন, ‘আমি নিশ্চিত ২০১৭ সালের ফিফা কনফেডারেশন্স কাপ ও ২০১৮ সালের বিশ্বকাপ সমর্থকদের মধ্যে এ মাসকট দারুণ জনপ্রিয়তা পাবে।’
মাসকটের আনুষ্ঠানিক উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো। তিনি বলেন, ‘মাসকটরা খুব ভালো দূত হয় এবং স্টেডিয়ামে তারা অনেক আনন্দ বয়ে আনে।’ ২০১৮ বিশ্বকাপ আয়োজন করবে রাশিয়া। দেশটির মোট ১১টি ভেনু শহরে এ বিশ্বকাপ আয়োজিত হবে।
সূত্র: এএফপি
No comments:
Post a Comment