Search This Blog

Friday, June 22, 2018

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে উঠার সমিকরণ।


আর্জেন্টিনা
২য় রাউন্ডে ওঠার এখনো সুযোগ আছে আর্জেন্টিনার। সব শেষ হয়ে যায় নি। তবে কঠিন সমীকরণ।

#সমীকরণ_১ : আইসল্যান্ড ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচটি যদি ড্র হয় এবং ২৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া জয় পায় এবং নাইজেরিয়াকে আর্জেন্টিনা
হারাতে পারে তাহলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠবে। তাছাড়া  যদি নাইজেরিয়া জয় পায় এবং ২৬ জুন ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ড হারে এবং নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পায় তাহলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।

#সমীকরণ_২ : আবার যদি আইসল্যান্ড নাইজেরিয়াকে হারায় এবং ২৬ জুন ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ড হারে এবং নাইজেরিয়াকে আর্জেন্টিনা হারায় তখন আইসল্যান্ড ও আর্জেন্টিনার পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই দ্বিতীয় রাউন্ডে উঠবে।

#সোজা_কথায় আইসল্যান্ডের ২টা ম্যাচের ২টাই ড্র বা ১টাই হারতেই হবে। আর নাইজেরিয়াকে আর্জেন্টিনার বড় ব্যবধানে হারাতেই হবে।

এক পেনাল্টি মিস আর্জেন্টিনাকে ভালোই ভোগালো। ২ পয়েন্ট হারায়ে খাদের কিনারায়।

কঠিন সমীকরণ। তবে অসম্ভব নয়। হতেই পারে এমন। রাইভালরা না থাকলে বিশ্বকাপে কোন মজাই থাকবে না। ব্রাজিল-আর্জেন্টিনা যুগপদভাবে টুর্নামেন্টে থাকুক। পরের হিসাব পরে করা যাবে। প্রথম রাউন্ডেই বিশ্বকাপ তার রং হারাক চাই না।

No comments:

Post a Comment